জাপানে এক নারীর দেহে তার জীবিত স্বামী ও সন্তানের ফুসফুসের অংশবিশেষ প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্বে জীবিত দাতা (ডোনার) থেকে নেওয়া ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী গত বছর করোনা আক্রান্ত হলে তার ফুসফুস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। জাপানের কিয়োতো হাসপাতালে ১১ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। এই অস্ত্রোপচার করেন ৩০ জনের দক্ষ একটি মেডিকেল টিম।
করোনাভাইরাস সৃষ্ট কোভিড–১৯ রোগটি মূলত শ্বাসতন্ত্রের রোগ। এর কারণে কিছু রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম নয়। তবে জীবিত দাতা থেকে ফুসফুস নিয়ে প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম।
এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক ড. হিরোশি দাতে গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের হাতে এখন জীবিত মানুষের দেহ থেকে ফুসফুস নিয়ে প্রতিস্থাপনের সুযোগ আছে।
জানা গেছে, জীবিত মানুষের কাছ থেকে ফুসফুস পাওয়া ওই নারী জাপানের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কানসাইয়ের বাসিন্দা। গত বছর তিনি করোনায় আক্রান্ত হন। ফুসফুস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েক মাস তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে তার স্বামী এবং সন্তান ফুসফুসের অংশবিশেষ দিতে রাজি হন।
কিয়োতো হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, ফুসফুসের কিছু অংশ দেওয়ার পর ওই নারীর সন্তান এবং স্বামীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ওই নারী এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
চলতি বছরের শুরুতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, চীনের উহান শহরে সংক্রমণের কয়েক মাস পরেও ১ হাজার ৭০০ কোভিড রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।