হোম > বিজ্ঞান

বিশ্বে প্রথম জীবিত দাতা থেকে প্রতিস্থাপিত হলো ফুসফুস

জাপানে এক নারীর দেহে তার জীবিত স্বামী ও সন্তানের ফুসফুসের অংশবিশেষ প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্বে জীবিত দাতা (ডোনার) থেকে নেওয়া ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম।  

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী গত বছর করোনা আক্রান্ত হলে তার ফুসফুস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।  জাপানের কিয়োতো হাসপাতালে ১১ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। এই অস্ত্রোপচার করেন ৩০ জনের দক্ষ একটি মেডিকেল টিম।

করোনাভাইরাস সৃষ্ট কোভিড–১৯ রোগটি মূলত শ্বাসতন্ত্রের রোগ। এর কারণে কিছু রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম নয়। তবে জীবিত দাতা থেকে ফুসফুস নিয়ে প্রতিস্থাপনের ঘটনা এটিই প্রথম।  

এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক ড. হিরোশি দাতে গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের হাতে এখন জীবিত মানুষের দেহ থেকে ফুসফুস নিয়ে প্রতিস্থাপনের সুযোগ আছে।

জানা গেছে, জীবিত মানুষের কাছ থেকে ফুসফুস পাওয়া ওই নারী জাপানের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কানসাইয়ের বাসিন্দা। গত বছর তিনি করোনায় আক্রান্ত হন। ফুসফুস পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েক মাস তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পরে তার স্বামী এবং সন্তান ফুসফুসের অংশবিশেষ দিতে রাজি হন।

কিয়োতো হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, ফুসফুসের কিছু অংশ দেওয়ার পর ওই নারীর সন্তান এবং স্বামীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ওই নারী এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

চলতি বছরের শুরুতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, চীনের উহান শহরে সংক্রমণের কয়েক মাস পরেও ১ হাজার ৭০০ কোভিড রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল, সেই রোগের কারণ খুঁজে পেলেন গবেষকেরা

চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষণা: কাঁটাহীন কার্প মাছ

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল