হোম > বিজ্ঞান

ক্যানসার চিকিৎসায় রোবট সাপ

সাপের মতো দেখতে এই রোবটের নাম ‘কোবরা’। জেট ইঞ্জিনিয়ারিং এবং পারমাণবিক প্ল্যান্টের কাজে এর আগে ব্যবহার করা হয়েছে এটি। এই রোবট আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার সার্জারিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ড্রাগোস অ্যাক্সিন্টে বলেন, ‘রোবটটি অস্ত্রোপচার করতে সক্ষম কি না তা দেখার জন্য আমরা প্রাথমিক পরীক্ষা শুরু করেছি। রোবটটির মাধ্যমে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।’ 

অস্ত্রোপচারে কোবরাকে ব্যবহার নিয়ে গবেষণার জন্য যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের কাছ থেকে এরই মধ্যে তহবিল পেয়েছেন গবেষকেরা। মূলত গলার ক্যানসার এবং আঘাতের অস্ত্রোপচারে এই রোবট সাপ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। রোবটটির উচ্চতা ১৬ ফুট। যার পুরুত্ব (ব্যাস) দশমিক ৩৫ ইঞ্চি (৯ মিলিমিটার)। এটি সহজেই আঁটসাঁট জায়গা এবং বৃত্তাকার বাঁকের মধ্যে দিয়ে চলতে সক্ষম। 

রোবট সাপটির চিকিৎসায় ব্যবহার উপযোগিতা পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি হসপিটালস অব লিসেস্টার এনএইচএস ট্রাস্টের কান, নাক, গলা বিশেষজ্ঞ ও রোবোটিক সার্জন ডা. ওলাদেজো ওলালে। রোবটটি একটি মানব ডামিতে পরীক্ষা করা হয়েছে। রোবটটিকে ডামির মুখ দিয়ে প্রবেশ করিয়ে গলার পেছনের অংশে পৌঁছানো গেছে। গলার এই অংশে চিকিৎসা করতে হলে সাধারণত অত্যন্ত গভীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা