হোম > বিজ্ঞান

প্রথম যাত্রাতেই রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরলেন মার্কিন মহাকাশচারী 

যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও সবচেয়ে দীর্ঘসময় লঘু অভিকর্ষে কাটিয়েছেন। তিনি মহাকাশে পুরো এক বছর কাটানোর পরে পৃথিবীর মাটিতে পা রেখেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আর ২০১৭ সালে নাসার মহাকাশচারী নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম মহাকাশে যাত্রা। তিনি সালভাদোরান বংশোদ্ভূত প্রথম মহাকাশচারীও। 

সিএনএনের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, তিনি যদি জানতেন যে মহাকাশ স্টেশনে তার অবস্থান মূলত পরিকল্পনার চেয়ে দ্বিগুণ হবে, তবে প্রশিক্ষণ শুরুর আগে তিনি ‘সম্ভবত প্রত্যাখ্যান করতেন’। 

রুবিও বলেন, ‘পরিবারের কিছু অনুষ্ঠানের জন্য এমন সিদ্ধান্ত নিতাম। যদি আমি জানতাম যে আমাকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো মিস করতে হবে, তাহলে বলতাম, পারছি না, ক্ষমা করুন।’ 

রুবিওর চারটি সন্তান রয়েছে। তিনি এখন কাজাখস্তানের ঝাজকাজগান শহরের সয়ুজ মহাকাশযানের অবতরণ কেন্দ্র থেকে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। হাস্টনের ফ্লাইটে চড়ার আগে তিনি প্রথমে কারাগান্ডায় যাবেন, যা ঢেজকাজগান থেকে প্রায় ৩৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। 

নাসার তথ্য অনুসারে, রুবিও এবং তার ক্রুমেটরা ১৫৭ দশমিক ৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছে এবং পৃথিবীর ৫ হাজার ৯৬৩টি কক্ষপথ সম্পূর্ণ করেছে। 

এদিকে ২০২২ সালে মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেইয়ের গড়া ৩৫৫ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড রুবিও প্রথম যাত্রাতেই ভেঙেছেন। 

তবে মহাকাশে সবচেয়ে দীর্ঘসময় অবস্থানের বিশ্ব রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের। তিনি ১৯৯৪ সালের জানুয়ারি থেকে মার্চ ১৯৯৫ সালের মধ্যে ৪৩৭ দিন অবিচ্ছিন্নভাবে মহাকাশে ছিলেন।

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রস্রাব থেকে তৈরি প্রোটিন পাউডার হবে নভোচারীদের খাবার

ডিএনএর গঠন আবিষ্কারক ওয়াটসনের মৃত্যু, বর্ণবিদ্বেষ যাঁকে খ্যাতির শীর্ষ থেকে ডুবিয়েছে

প্রথম কবে মানুষের বন্ধু হলো কুকুর—একটি খুলি ঘিরে নতুন বিতর্ক

মহাকাশে বিশেষ চুলায় রান্নাবান্না, বারবিকিউ পার্টি করলেন চীনা নভোচারীরা