কারিগরি সমস্যায় দুই দফা ব্যর্থ হওয়ার পর আবারও চাঁদের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার আর্টিমিস-১ মহাকাশযান সব বাধা পেরিয়ে যাত্রা শুরু করেছে চাঁদের উদ্দেশে।
স্থানীয় সময় আজ বুধবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার উৎক্ষেপণকেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে রকেটটি।
‘আর্টেমিস-১’ প্রকল্পটি চাঁদে অভিযানের জন্য মানুষবিহীন মহাকাশযান নিয়ে পরীক্ষামূলক এক মিশন। এই যাত্রায় কোনো নভোচারী চাঁদে যাচ্ছেন না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। আর্টেমিস-১ প্রকল্পের ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেট এখন পর্যন্ত নাসার বানানো সবচেয়ে শক্তিশালী রকেট। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে আসতে পারবে।
আর্টিমিস-১ রকেটের মহাকাশযাত্রা দেখুন-