হোম > বিজ্ঞান

৪ পায়ের নতুন প্রজাতির তিমি আবিষ্কার করল মিসর

মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত।  এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়। 

গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল। 

তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে,  এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল। 

এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। 

 মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায়  বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।   

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো