হোম > বিজ্ঞান

বৃহত্তম রকেট স্টারশিপের ৯ম উৎক্ষেপণ, সরাসরি দেখবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

আগেরবারের মতো এবার আর বুস্টারটি উৎক্ষেপণস্থলে ফিরে আসবে না। ছবি: স্পেসএক্স

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারশিপ মেগা রকেটের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে আগামীকাল (২৮ মে)। বাংলাদেশি সময় ভোর ৫টা ৩০ মিনিটে রকেটটি উৎক্ষেপণ হবে দক্ষিণ টেক্সাসের বোকা চিকা এলাকায় স্পেসএক্সের স্টারবেস সাইট থেকে।

এবারের উৎক্ষেপণটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমবারের মতো স্পেসএক্স চেষ্টা করবে তাদের বিশাল ‘সুপার হেভি’ বুস্টারটি পুনর্ব্যবহার করার। কোম্পানিটি জানিয়েছে, বুস্টারের একবার ব্যবহারযোগ্য কিছু যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হয়েছে, তবে ৩৩টির মধ্যে ২৯টি র‍্যাপ্টর ইঞ্জিন আবার ব্যবহার করা হবে।

তবে আগেরবারের মতো এবার আর বুস্টারটি উৎক্ষেপণস্থলে ফিরে আসবে না। বরং এটি মহাসাগরে অবতরণ করবে বলে জানা গেছে।

স্টারশিপের ওপরের স্তর বা শিপ এবার চেষ্টা করবে একটি নকল স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে। পাশাপাশি এই অংশে কিছু নতুন গবেষণা ও পরীক্ষা চালানো হবে, যার উদ্দেশ্য হলো স্টারশিপকে উৎক্ষেপণ স্থানে ফিরিয়ে আনার সক্ষমতা অর্জন করা।

স্পেসএক্স বলেছে, সুপার হেভি বুস্টার এবারও বিভিন্ন পরীক্ষা চালাবে, যা ভবিষ্যতের বুস্টারগুলোর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। এ ছাড়া, শিপর স্টেজ এবার একটি সাব-অরবিটাল ট্রাজেক্টরি (মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করেই আবার পৃথিবীতে ফিরে আসে।) অনুসরণ করবে, যা আগের পরীক্ষাগুলোয় ব্যর্থ হয়েছিল।

স্পেসএক্সের অন্যতম লক্ষ্য হলো রকেট পুনর্ব্যবহারযোগ্য করা, যা তাদের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। এর আগে ২০১০ সালে প্রথম কক্ষপথে ফ্যালকন-৯ উৎক্ষেপণের সাত বছর পর তারা প্রথম সফলভাবে একই বুস্টার ব্যবহার করে আবার উৎক্ষেপণ করেছিল।

চলতি বছরের জানুয়ারি ও মার্চে ফ্লাইট ৭ ও ফ্লাইট ৮ উৎক্ষেপণে বুস্টার সফলভাবে ফিরে এলেও স্টারশিপের শিপ অংশ সফলভাবে উড্ডয়ন করতে পারেনি।

সরাসরি দেখবেন যেভাবে

সব সময়ের মতো এবারও স্পেসএক্স উৎক্ষেপণের ৩০ মিনিট আগে থেকে লাইভ স্ট্রিম করবে। আপনি চাইলে লাইভ স্ট্রিমটি স্পেসএক্সের অফিশিয়াল ওয়েবসাইট, কোম্পানিটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বা ইউটিউব লিংক থেকে দেখতে পারবেন।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো