হোম > বিজ্ঞান

সমুদ্রের তলদেশে আরও ২০ হাজার পর্বত আবিষ্কার

মহাসাগরে পরিচিত পর্বতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে মহাসাগরের পূর্বে অজানা প্রায় ২০ হাজার পর্বতের তথ্য ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন।

সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাঁদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছেন। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা। 

পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।

সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ভূপদার্থবিদ ডেভিড স্যান্ডওয়েল বলেন, এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’

সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে৷ এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানী জুলি গেভরজিয়ান বলেন, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি