হোম > বিজ্ঞান

চাঁদের পথে উড়াল দিল ভারতের চন্দ্রযান-৩

ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদ অভিমুখে যাত্রা করেছে। দুবার ব্যর্থতার পর আবারও চাঁদে নভোযান পাঠাল ভারত। মিশনটি সফল হলে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে যান পাঠিয়েছে।

মহাকাশযানের জন্য পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে চন্দ্রযান-৩-এর প্রায় এক মাস সময় লাগবে। অনুমান করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট নভোযানটি চাঁদে অবতরণ করবে। অবতরণের পর এটি এক চন্দ্রদিবস কাজ করবে, যা পৃথিবীর ১৪ দিনের সমান। 

চন্দ্রযান-৩-এ তিনটি প্রধান উপাদান থাকবে। একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রপালশন মডেল। এটি চন্দ্রযান-২ থেকে অরবিটার ব্যবহার করবে, যা এখনো চাঁদের বায়ুমণ্ডলে বিদ্যমান।

প্রথমবারের মতো ভারতের চাঁদযান ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে পানির অণু পাওয়া গেছে। ২০০৮ সালে ভারতের প্রথম চাঁদ মিশনের সময় এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল।

এর চার বছর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ ভারতের চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা করে, যা অবতরণের আগে গ্রাউন্ড ক্রু যোগাযোগ হারিয়ে ফেলে ব্যর্থ হয়। অতীতের ব্যর্থতা এড়াতে এবারের মিশনে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষণা: কাঁটাহীন কার্প মাছ

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন