হোম > বিজ্ঞান

মহাকাশে সুপারনোভার চেয়ে দশগুণ শক্তিশালী বিস্ফোরণ পর্যবেক্ষণ

বিজ্ঞান ডেস্ক

স্টার বা তারার শক্তিশালী আলোক বিচ্ছুরনকারী বিস্ফোরণ হচ্ছে সুপারনোভা। বড় একটি তারার বিবর্তনের সর্বশেষ স্তর হচ্ছে এটা। একটি হোয়াইট ডুয়ার্ফ যখন নিউক্লিয়ার ফিউশনের মধ্য দিয়ে যায় তখনও এ ধরনের বিস্ফোরণ হয়। 

সুপারনোভা নিয়ে অস্ট্রেলিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দশ বছরের ওপরে হলো কাজ করছেন। টেলিস্কোপের সাহায্য নিয়ে পর্যবেক্ষণ আর নানারকম হিসাব নিকাশ নিয়ে কাঁটে তাদের ব্যস্ত সময়। এই গবেষকেরা দেখান, সুপারনোভা বিস্ফোরণের মধ্য দিয়ে কোনো বড় তারা অথবা কোন হোয়াইট ডুয়ার্ফ দুটো জিনিসের যে কোনো একটিতে পরিণত হয়। হয় তারা নিউট্রন স্টারে পরিণত হয় অথবা তারা ব্ল্যাকহোলে পরিণত হয়। এই তথ্যটি আগে জানা ছিল। এবারের তথ্য আগেরটিকে সমর্থন করে। তবে তারা এই কাজের পাশাপাশি সম্পূর্ণ নতুন ধরনের তথ্য আবিষ্কার করেছেন। তাদের এই নতুন ধরনের তথ্য হচ্ছে হাইপারনোভা সংক্রান্ত তথ্য। 

সায়েন্স ডেইলি সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একদম নতুন ধরনের স্টার বা তারা বিস্ফোরণ আবিষ্কার করেছেন। এই বিজ্ঞানীরা বলছেন, এই বিস্ফোরণ সুপারনোভার বিস্ফোরণের চেয়ে শক্তিশালী। অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ইয়ং এবং গ্যারি দ্য কস্তা এই পর্যবেক্ষণ করেছেন। নানারকম যুক্তিতর্ক দিয়ে এই দুই গবেষক বলেছেন তাদের পর্যবেক্ষণ করা তারার এই বিশেষ বিস্ফোরণ সাধারণ সুপারনোভার চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী। তারা এই বিস্ফোরণের নাম দিয়েছেন হাইপারনোভা। তাদের এই পর্যবেক্ষণ সংবলিত গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘ন্যাচার’এ প্রকাশিত হয়েছে। যে তারার বিস্ফোরণের মধ্য দিয়ে এই হাইপারনোভার সৃষ্টি হয়েছে সেটির ভর সূর্যের ভরের চেয়ে পঁচিশগুণ বেশি। 

গবেষক ডেভিড ইয়ং বলেন, 'তারা বিস্ফোরণের অদ্ভুত আর আকর্ষণীয় জগৎ সব সময় আমাকে টানে। এই হাইপারনোভা নিয়ে সামনের সময়ে আরও অজানা তথ্য জানা যাবে।'

পৃথিবীর কেন্দ্র থেকে বেরোচ্ছে সোনা—২০২৫ সালে আরও যা জানা গেল

ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত ভেড়া এক বছরে পা দিল, কেমন আছে সে

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি