হোম > বিজ্ঞান

বৃহস্পতির সমান গ্রহ গিলে ফেলল নক্ষত্র, পৃথিবীর ভবিষ্যৎ দেখলেন বিজ্ঞানীরা

একটি মৃতপ্রায় নক্ষত্র একটি আস্ত গ্রহ গিলে ফেলেছে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি ঘটনা পর্যবেক্ষণ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব  টেকনোলজি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব  টেকনোলজির বিজ্ঞানীদের একটি দলের মতে, আগে জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রের গ্রহকে গিলে ফেলার পূর্বের ও পরের সময়টা দেখেছেন। তবে এইবারই প্রথম তাঁরা গ্রহের গিলে ফেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।   

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পোস্ট ডক্টরাল গবেষক ও গবেষণার প্রধান লেখক কিশলয় দে সিএনএনকে বলেন, ‘ভবিষ্যতে সৌরজগতের গ্রহগুলোকে সূর্য গিলে ফেলবে— এমন একটি বিষয় আমি হাই স্কুলে প্রথম পড়েছিলাম। তাই বাস্তবে এমন একটি ঘটনার প্রথম উদাহরণ খুঁজে পাওয়া একটি চমৎকার উপলব্ধি।’ 

ঘটনাটি পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে অ্যাকিলা নক্ষত্র মণ্ডলে ঘটেছিল। গ্রহটির আঁকার বৃহস্পতি গ্রহের আকারের সমান।

এই প্রক্রিয়ায় সাধারণত নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এটি স্বাভাবিক আকারের চেয়ে প্রায় ১০ লাখ গুণ বেশি বড় হয়ে পড়ে। ফলে এটির মধ্যে চলে আসা বস্তুগুলোকে গিলে ফেলে। 

দেখা গিয়েছে, সূর্য ও বুধ গ্রহের মধ্যে যত টুক দূরত্ব, তার চেয়েও কম দূরত্বে একটি গ্রহ ওই নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছিল। তবে ক্রমেই ফুলেফেঁপে উঠছিল নক্ষত্রটি। ফলে গ্রহের সঙ্গে নক্ষত্রের দূরত্ব কমছিল। এই প্রক্রিয়ায় একসময় গ্রহটি একেবারে নক্ষত্রটির সঙ্গে মিশে যায় গ্রহটি। অবশিষ্ট হিসেবে শুধু পড়ে থাকতে দেখা যায় ধুলো।

এই ঘটনা পৃথিবীর ভবিষ্যৎও মনে করিয়ে দিয়েছে। আগামী ৫০০ কোটি বছর পর সূর্যেরও আয়ু শেষ হবে। সেই সময় পৃথিবীসহ বুধ ও শুক্রেরও একই পরিণতি হবে বলে মত বিজ্ঞানীদের। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিশলয় দে বলেন, ‘আমরা পৃথিবীর ভবিষ্যৎ দেখেছি। যদি অন্য কোনো সভ্যতা ১০ হাজার আলোকবর্ষ দূর থেকে সূর্যের পৃথিবীকে গ্রাস পর্যবেক্ষণ করে, তাঁরা দেখবে কিছু উপাদান বের করে সূর্য হঠাৎ উজ্জ্বল হয়ে উঠেছ। এরপর পৃথিবীর চারপাশে ধূলিকণা তৈরি করে আবার আগের অবস্থায় ফিরে এসেছে।’

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী