পৃথিবীর অনন্য প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি হলো নর্দার্ন লাইটস (উত্তরের আলো) বা অরোরা বোরিয়ালিস। বাংলায় যাকে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। যুক্তরাজ্য, ইউরোপ ও উত্তর গোলার্ধজুড়ে রাতের আকাশকে আলোকিত করেছে অরোরা বোরিয়ালিস। পৃথিবীর বায়ুমণ্ডলে সৌরঝড় আঘাত হানায় এবার স্বাভাবিকের চেয়ে কিছুটা দক্ষিণেও অরোরা দেখা যাচ্ছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
রাতের আকাশে যখন সবুজ কিংবা নিয়ন আলো ছেয়ে যায়, তখন তাকে নর্দার্ন লাইটস (উত্তরের আলো) বা অরোরা বোরিয়ালিস বলে। এ ঘটনা দেখার জন্য সবাই উচ্ছ্বসিত থাকে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অরোরার ছবির সঙ্গে নিজেদের আবেগজড়িত কথাও তুলে ধরছেন যুক্তরাজ্য, ইউরোপ ও উত্তর গোলার্ধের বাসিন্দারা।
আয়ারল্যান্ডেও অরোরা দেখা গেছে। ডাবলিন ও কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরের অরোরাসহ আকাশের ছবি পোস্ট করেছে দেশটির আবহাওয়া পরিষেবা ‘মেট এইরিয়ান’।
আয়ারল্যান্ডে দেখার খবর পাওয়া গেছে যেখানে আবহাওয়া পরিষেবা মেট ইরিয়ান ডাবলিন এবং কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরের ওপরে আলোর ছবি পোস্ট করছে।
এক্সে আরেক ব্যবহারকারী অরোরার ছবি পোস্ট করে বলেন, স্কটল্যান্ডের এডিনবার্গকে আজ রাতে একটি ভিন্ন গ্রহ বলে মনে হয়েছে।
গত শুক্রবার ভূচুম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। এটি বিদ্যুৎ কেন্দ্র ও পৃথিবীর কক্ষপথে মহাকাশযানের অপারেটরদের সতর্কতা অবলম্বন করতে বলেছে। ঝড়টি আলাবামা ও উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দক্ষিণে অরোরা তৈরি করতে পারে।
এনওএএর মহাকাশ আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী রব স্টিনবার্গ বলেছেন, ‘অরোরা দেখার জন্য পৃথিবীর বেশির ভাগ মানুষের কিছুই করতে হবে না। এটি মহাকাশের একটি উপহার।
এনওএএ বলছে, সানস্পট ক্লাস্টার বা সূর্যের দাগের গুচ্ছ থেকে গত বুধবার বেশ কয়েকটি মাঝারি থেকে শক্তিশালী সৌর শিখা ছড়িয়ে পড়ায় বিরল ঘটনাটি ঘটেছে। তাই আলোগুলো স্বাভাবিকের চেয়ে আরও দক্ষিণে দেখা যাচ্ছে।
স্টিনবার্গ এবং তার সহকর্মীরা বলেন, খালি চোখের চেয়ে ফোনের ক্যামেরা দিয়ে অরোরা ভালোভাবে দেখা যাবে। কারণ খালি চোখের চেয়ে ক্যামেরা ভালোভাবে আলো শনাক্ত করতে পারে।
ভালোমতো অরোরা দেখার জন্য সর্বনিম্ন আলোকদূষণসহ একটি জায়গা খুঁজে উত্তর দিকে তাকানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেন, অরোরা দেখার জন্য তাদের এত কষ্ট করতে হয়নি।
এক্সের পোস্টে একজন বলেন, ‘প্রত্যেকের শেয়ার করা অরোরা ছবিগুলো সুন্দর। এমন ভালো জিনিস দীর্ঘদিন ধরে টুইটারে দেখেনি।’
এসব রেডিয়েশন নাসার কিছু উপগ্রহের জন্য হুমকি তৈরি করতে পারে। স্পেস এজেন্সির হেলিওফিজিক্স বিজ্ঞান বিভাগের পরিচালক আন্টি পুলকিনেন বলেন, ক্ষতি এড়াতে প্রয়োজনে অত্যন্ত সংবেদনশীল যন্ত্রগুলো বন্ধ করা হবে। বেশ কয়েকটি সূর্যকেন্দ্রিক মহাকাশযান সূর্যের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছিল।