হোম > বিজ্ঞান

ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প তৈরি করলেন জাপানের বিজ্ঞানীরা

আজকের পত্রিকা ডেস্ক­

স্বচ্ছ পেপারবোর্ড সেলুলোজ থেকে তৈরি একটি কাপ। ছবি: জ্যামসটেক

ওয়ান টাইম প্লাস্টিকের কাপ ও স্ট্রর বিকল্প হিসেবে উদ্ভিদ থেকে একটি জলরোধী উপাদান তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। এই উপাদান সমুদ্রে দ্রুত পচনশীল, যা পরিবেশের জন্য একটি টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

উপাদানটি স্বচ্ছ পেপারবোর্ড সেলুলোজ থেকে তৈরি করা হয়েছে। এটি উদ্ভিদের কোষপ্রাচীরের মূল উপাদান। সেলোফেনের হলেও এর আগে এটিকে শক্ত করে তৈরি করা সম্ভব হয়নি। তাই এটি শুধু খাদ্য প্যাকেজিংয়ের মতো কাজে ব্যবহৃত হতো। কিন্তু লিথিয়াম ব্রোমাইড দ্রবণে সেলুলোজ প্রক্রিয়াজাত করলে কোনো কোগুল্যান্ট (জমাটকারী রাসায়নিক) ছাড়াই এটি শুকিয়ে শক্ত করা যায়। আর এ থেকেই ওয়ান টাইম কাপ তৈরি করেছেন জাপানের ইয়োকোসুকায় অবস্থিত জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক নোরিয়ুকি ইসোবে ও তাঁর দল।

ইসোবে বলেন, ‘আমরা এই পদ্ধতি ব্যবহার করে একটি রিজেনারেটেড সেলুলোজ উপাদান তৈরি করেছি, যাকে কেবল আকৃতি দেওয়া যায় না; বরং এটি প্রচলিত প্লাস্টিকের টেকসই বিকল্প হতে পারে। এর থেকে কাপ ও স্ট্র তৈরি করা সম্ভব; যা দ্রুত পচনশীল।’

সংশ্লিষ্ট গবেষকেরাও দেখেছেন, এই উপাদান দিয়ে তৈরি কাপ ফুটন্ত জল ৩ ঘণ্টার বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারে। এ ছাড়া কাপটিকে আরও বেশি জলরোধী করতে উদ্ভিদজাত ফ্যাটি অ্যাসিড লবণের একটি প্রলেপ দেওয়া হয়, যা এটিকে সম্পূর্ণভাবে জল নিরোধক করে তোলে।

এই উপাদান পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) বা আপসাইকেলড সেলুলোজ (যেমন পুরোনো পোশাক) থেকেও তৈরি করা যায়। সমুদ্রে এর ক্ষয়ক্ষতি পরীক্ষা করে দেখা গেছে, এটি ৩০০ দিনের মধ্যে গভীর সমুদ্রে সম্পূর্ণভাবে এবং অগভীর জলে আরও দ্রুত পচে যায়।

অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ভাবনা মিড্ডা জানান, প্লাস্টিকের বিকল্প হিসেবে উদ্ভিজ্জ উপাদান ভালো সমাধান। তবে একবার ব্যবহারযোগ্য পণ্য নিয়ে তাঁর কিছু সংশয় রয়েছে। তিনি বলেন, ‘ওয়ান টাইম জিনিসের ব্যবহার কমানোই সবচেয়ে ভালো। শুধু চিকিৎসার মতো অত্যাবশ্যক ক্ষেত্রেই ওয়ান টাইম উপাদান ব্যবহার করা উচিত।’

সূত্র: নিউ সায়েন্টিস্ট

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো