হোম > বিজ্ঞান

চীন প্রথমবারের মতো মহাকাশে বেসামরিক নাগরিককে পাঠাচ্ছে 

ক্রুড মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন। তিয়ানগং মহাকাশ স্টেশনে যাবেন ওই নভোচারী। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সমস্ত চীনা মহাকাশচারী ‘পিপলস লিবারেশন আর্মি’- এর অংশ ছিলেন। আজ সোমবার চীনের মহাকাশ সংস্থা এই তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক নভোচারী গুই হাইচাও বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। চীন ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রাটি শুরু হবে। 

বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক ও চায়না ম্যানড স্পেস এজেন্সির মুখপাত্র লিন জিয়াকিয়াং সংবাদমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার (৩০ মে) প্রথমবারের মতো কোনো বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাবে চীন।

লিন জানান, গুই প্রাথমিকভাবে মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষাগুলো পরিচালনা করবে।

চীন চাঁদে একটি ঘাঁটি নির্মাণেরও পরিকল্পনা করছে। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন বলেছে, এটির ২০২৯ সালের মধ্যে একটি ক্রুড চন্দ্র মিশন চালু করার লক্ষ্য রয়েছে।

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রস্রাব থেকে তৈরি প্রোটিন পাউডার হবে নভোচারীদের খাবার

ডিএনএর গঠন আবিষ্কারক ওয়াটসনের মৃত্যু, বর্ণবিদ্বেষ যাঁকে খ্যাতির শীর্ষ থেকে ডুবিয়েছে

প্রথম কবে মানুষের বন্ধু হলো কুকুর—একটি খুলি ঘিরে নতুন বিতর্ক

মহাকাশে বিশেষ চুলায় রান্নাবান্না, বারবিকিউ পার্টি করলেন চীনা নভোচারীরা