হোম > পথের কথা

'কিয়ের বাজেট, আমরা কি দেশের লোক'

সাখাওয়াত ফাহাদ 

ঢাকা: বনশ্রী সি ব্লকে তিন বছর ধরে পান সিগারেটের বিক্রি করেন মো. হাসমত শেখ। থাকেন দুই নম্বর রোডে। স্ত্রী-সন্তানসহ ভাইয়ের সঙ্গে থাকেন। আসন্ন বাজেট নিয়ে অনেকের মধ্যেই উদ্দীপনা থাকলেও তাঁর মধ্যে তেমন কিছুই নেই।

বাজেট সম্পর্কে জিজ্ঞেস করতেই পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, 'কিয়ের বাজেট? আমরা কি দেশের লোক? বাজেটে আমরার কি যায় আহে? আমরা ছোট দোকান করি, দিনে চার-পাঁচশ টেকা কামাই। যারা দিনে দশ-বিশ লাখ কামায় বাজেট হইলো ওগো। বাজেট হইলে আমাগো কোনো লাভ হইবো? হইলে ক্ষতি হইবো। চিনি, ডাইল, তেলের দাম বাড়বো।'

জীবন রক্ষার বাজেট, গরীবের বাজেট এইসব ভাওতাবাজি বলে হতাশকন্ঠে তিনি বলেন, 'বাজেটে আমাগোর আসলে কিছু নাই। পান-সিগারেটের দাম বাড়লে বেশি দামে কিনমু, বেশি দামে বেঁচমু। আর কমলে কম দামে কিনমু, কমদামে বেঁচমু। এইসব বাজেট হইলো বড়লোগ গো কাজকাম। আমাগোর লেইগ্যা বাজেট না।'

বাজেটের কোন সুফল সাধারণ জনগণ পাচ্ছে না জানিয়ে তিনি বলেন, 'বাজেট নিয়া কইলে তো আবার মাইর-মুইর দিতে পারে। সিগারেট কিনতে গেলে কয়, ৫ টেহা বেশি দিবি? দিলে নে, নাইলে যাগা। বাজেট হইতাসে, দাম বাড়তাসে সবকিছুর। কিন্তু আপনের বেতন বাড়ছে? আমার বেঁচা বাড়বো? বেশি দামে সিগ্রেট কিনা বেশি দামে বেঁচলে কি লাভ বেশি হইবো? এইসব নিয়া হুদাই কথা কইয়া কোন লাভ নাই।'

চুম্বকে চলছে শেফালীর জীবিকা

লাগামহীন দ্রব্যমূল্য: কেমন আছেন খেটে খাওয়া মানুষ

দার্জিলিংয়ের সেই গোমড়ামুখো চালক

‘ঘরপোড়া গরু সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’

 ‘চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে’

বরই বেচে ভাত জোটে না দেলোয়ারের

দুর্গম পাহাড়ি পথে ভরসা বাবুল বড়ুয়া

টিয়া পাখির বাচ্চার প্রাণ বাঁচানো লিয়নকে বাঁচাবে কে

দুই কিডনিই বিকল, মেয়েকে বাঁচাতে প্রবাসী কর্মী মা এখন অটোরিকশা চালক

সত্তরোর্ধ্ব হাসেমের কাঁধে দিনভর আইসক্রিমের বাক্স, তবুও বুড়ো-বুড়ির সংসারে টানাটানি