হোম > পথের কথা

আমরাই মালিকরে বইলা দিমু......

আসাদুল ইসলাম

'আমাগো বলা লাগবো না; আমরাই মালিকরে বইলা দিমু। মালিকরে বইলা দিমু যে, আইজকা চালাইয়া গেলাম; কাইল থিকা আপনেরা চালাইয়েন।'

'আমরা আর যাত্রী টানতে পারতাছি না; এইবার আপনেরা টানেন। হারা (সারা) বছর তো আমরাই চালাই; জ্যামের মধ্যে। আপনেরা ফ্রি (ফাঁকা) রাস্তায় চালাইয়েন।' 

সোমবার থেকে তো চলাচলে নিষেধাজ্ঞা; বাস বন্ধ। মালিকেরা আপনাদের কিছু বলেছেন?

প্রশ্নের জবাবে উল্লিখিত  কথাগুলো বলছিলেন যাত্রাবাড়ি-বনশ্রী রুটের বাসচালক আসাদুল ইসলাম (৩৪)। ২৮ জুন, ২০২১ থেকে চালু হওয়া চলাচলে বিধিনিষেধ প্রসঙ্গে তাঁর সঙ্গে আজকের পত্রিকার হয়ে কথা বলেছেন ইমরান খান।

চুম্বকে চলছে শেফালীর জীবিকা

লাগামহীন দ্রব্যমূল্য: কেমন আছেন খেটে খাওয়া মানুষ

দার্জিলিংয়ের সেই গোমড়ামুখো চালক

‘ঘরপোড়া গরু সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’

 ‘চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে’

বরই বেচে ভাত জোটে না দেলোয়ারের

দুর্গম পাহাড়ি পথে ভরসা বাবুল বড়ুয়া

টিয়া পাখির বাচ্চার প্রাণ বাঁচানো লিয়নকে বাঁচাবে কে

দুই কিডনিই বিকল, মেয়েকে বাঁচাতে প্রবাসী কর্মী মা এখন অটোরিকশা চালক

সত্তরোর্ধ্ব হাসেমের কাঁধে দিনভর আইসক্রিমের বাক্স, তবুও বুড়ো-বুড়ির সংসারে টানাটানি