আসাদুল ইসলাম
'আমাগো বলা লাগবো না; আমরাই মালিকরে বইলা দিমু। মালিকরে বইলা দিমু যে, আইজকা চালাইয়া গেলাম; কাইল থিকা আপনেরা চালাইয়েন।'
'আমরা আর যাত্রী টানতে পারতাছি না; এইবার আপনেরা টানেন। হারা (সারা) বছর তো আমরাই চালাই; জ্যামের মধ্যে। আপনেরা ফ্রি (ফাঁকা) রাস্তায় চালাইয়েন।'
সোমবার থেকে তো চলাচলে নিষেধাজ্ঞা; বাস বন্ধ। মালিকেরা আপনাদের কিছু বলেছেন?
প্রশ্নের জবাবে উল্লিখিত কথাগুলো বলছিলেন যাত্রাবাড়ি-বনশ্রী রুটের বাসচালক আসাদুল ইসলাম (৩৪)। ২৮ জুন, ২০২১ থেকে চালু হওয়া চলাচলে বিধিনিষেধ প্রসঙ্গে তাঁর সঙ্গে আজকের পত্রিকার হয়ে কথা বলেছেন ইমরান খান।