হোম > পথের কথা

সড়কে দাপট দেখাচ্ছে রিকশা!

মো. শাহাবুদ্দিন মাহতাব

কয়েক ঘণ্টা অপেক্ষার পরেও রিকশা না পেয়ে হতভম্ব রতন মিয়া। বললেন, ‘শুধু মানুষ আর মানুষ। রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। আগের ২০ টাকার ভাড়া এখন নিতাছে ৫০ টাকা। ৩০ টাকা বাস ভাড়ার দূরত্বে রিকশায় চাইতাছে ৫০০ টাকা। এ তো মানুষের পকেট কাটার রাস্তা। এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? দেশে এত আইন হচ্ছে, রিকশাভাড়া নিয়ে কি সরকারের কোনো মাথাব্যথা নেই?'

‘কঠোর লকডাউনে’ গণপরিবহন বন্ধ। এই সুযোগে সড়কে দাপট দেখাচ্ছে রিকশা। রিকশাই সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে। ভাড়াও গুনতে হচ্ছে বেশি।

আজ রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায় জরুরি কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে রিকশা পাননি। উপায়ান্তর না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন।

চুম্বকে চলছে শেফালীর জীবিকা

লাগামহীন দ্রব্যমূল্য: কেমন আছেন খেটে খাওয়া মানুষ

দার্জিলিংয়ের সেই গোমড়ামুখো চালক

‘ঘরপোড়া গরু সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’

 ‘চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে’

বরই বেচে ভাত জোটে না দেলোয়ারের

দুর্গম পাহাড়ি পথে ভরসা বাবুল বড়ুয়া

টিয়া পাখির বাচ্চার প্রাণ বাঁচানো লিয়নকে বাঁচাবে কে

দুই কিডনিই বিকল, মেয়েকে বাঁচাতে প্রবাসী কর্মী মা এখন অটোরিকশা চালক

সত্তরোর্ধ্ব হাসেমের কাঁধে দিনভর আইসক্রিমের বাক্স, তবুও বুড়ো-বুড়ির সংসারে টানাটানি