হোম > পথের কথা

যেইডার লাইগা সিগারেটের দাম বাড়ে, হেইডা বাজেট না? 

ফজলে আলম নিপুণ

আগামীকাল ৩ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। বাজেট প্রসঙ্গে আজকের পত্রিকার হয়ে রিকশা চালক বাদশা মিয়ার (৩৫) সঙ্গে কথা বলেছেন ফজলে আলম নিপুণ। গত ১০ বছর ধরে এই পেশায় বাদশা; স্ত্রী এবং দুই কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। তাঁর কাছে বাজেট কি? 

বাজেট সম্পর্কে জানতে চাইতেই কিছুটা হকচকিয়ে যান বাদশা মিয়া। পরক্ষণেই মুচকি হেসে বলেন, ও! বুঝছি! প্রতিবছর যেইডার লাইগা সিগারেটের দাম বাড়ে, হেইডা না? তাকে আশ্বস্ত করতেই হেসে বলতে থাকেন, এর বেশি বাজেট বিষয়ে আমি কিছুই জানি না। তবে মাইনসের কাছে হুনছি এইডা নাকি জনগণের খরচ চালানোর জন্যে সরকার দেয়। কিন্তু জন্মের পর আইজ পর্যন্ত বাজেটের কোন টাকা পয়সা পাইনাই। যদি পাইতামই তাইলে আমি রিকশা চালাই কেন? দেশে এত মানুষ না খাইয়া থাকে কেন? এই বাজেট উপ্রের লেভেলের মাইন্সেই মাইরা দেয়। তাই এইডা পাউনের চিন্তাও করি না। তাই জানবারও চাই না। তবে বাজেটে সিগারেটের দাম বাড়লে সমস্যা হইয়া যাইবো। কারণ দিনে আমার খরচ বাইরা যাইবো। 

চুম্বকে চলছে শেফালীর জীবিকা

লাগামহীন দ্রব্যমূল্য: কেমন আছেন খেটে খাওয়া মানুষ

দার্জিলিংয়ের সেই গোমড়ামুখো চালক

‘ঘরপোড়া গরু সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’

 ‘চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে’

বরই বেচে ভাত জোটে না দেলোয়ারের

দুর্গম পাহাড়ি পথে ভরসা বাবুল বড়ুয়া

টিয়া পাখির বাচ্চার প্রাণ বাঁচানো লিয়নকে বাঁচাবে কে

দুই কিডনিই বিকল, মেয়েকে বাঁচাতে প্রবাসী কর্মী মা এখন অটোরিকশা চালক

সত্তরোর্ধ্ব হাসেমের কাঁধে দিনভর আইসক্রিমের বাক্স, তবুও বুড়ো-বুড়ির সংসারে টানাটানি