হোম > রাজনীতি

রোডমার্চে বাধা দিলে পরিণতি ভালো হবে না: গণতন্ত্র মঞ্চ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। 

আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ রোডমার্চ শুরু হয়। আগামী ৭ জুন রংপুরের টাউন হল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি হবে। রোডমার্চ চলাকালীন বাধা না দিতে সরকারি দল ও অঙ্গসংগঠনের প্রতি হুঁশিয়ারি জানিয়ে মঞ্চের নেতারা বলেছেন, ‘রোডমার্চে বাধা দিলে পরিণতি ভালো হবে না।’ 

রোডমার্চ-পূর্ব সমাবেশে মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রোডমার্চে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না। আপনাদের পায়ের তলায় ইতিমধ্যেই মাটি নেই।’ 

জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, আমেরিকা যাওয়ার দরকার নেই। আমেরিকা ছাড়াও অনেক দেশ আছে। এর মধ্য দিয়ে বোঝা গেল, প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন, আমেরিকা যে ভিসা নীতি দিয়েছে, তা ২০১৪ এবং ১৮-এর ন্যক্কারজনক নির্বাচনের জন্যই দিয়েছে।’ 

বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের স্বার্থ দেখছেন না অভিযোগ করে সাকি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবাই সবার স্বার্থে চেনে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ দেখতে পারেন না। আপনি দেখেন নিজের গদির স্বার্থ। এইটা আজকে প্রমাণিত।’ 

সাকি আরও বলেন, ‘আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের মর্যাদা, সার্বভৌমত্ব ফিরিয়ে এনে বর্তমান পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত করতে চাই ৷ অর্থনৈতিক সংকট মোকাবিলা করার ক্ষমতা এই সরকারের নাই। এরা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট করেছে। এখন টাকা ছাপিয়ে লুটপাট ঢাকার চেষ্টা করছে।’ 

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে রোডমার্চ শুরু করেন মঞ্চের নেতারা। রোডমার্চে বিভিন্ন জেলায় আটটি সমাবেশ করবে তারা। আজ দুপুর ১২টায় গাজীপুর চৌরাস্তায় এবং বিকেলে টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।  

আগামীকাল (৫ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জে শহীদ মিনারসংলগ্ন মুক্তি সোপানে এবং বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ করবে মঞ্চ। এর পরদিন ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় এবং বিকেল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে।  

রোডমার্চের চতুর্থ দিন ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে ইনস্টিটিউট চত্বরে এবং বিকেল ৪টায় রংপুরে টাউন হল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি হবে বলে জানিয়েছেন মঞ্চের নেতারা।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ