সরকার পতনের চলমান আন্দোলনকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘দেশকে রক্ষা করতে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের। আমরা সবাই মিলে এ দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব।’
আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে যুগপৎ আন্দোলনের শরিক লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আলোচনা করেন বিএনপির নেতারা।
নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনা শেষ হলে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে কর্মসূচি ঘোষণা করব।’
এই আলোচনায় বিএনপির অন্য নেতৃবৃন্দের মধ্যে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও মোহাম্মদ শাহজাহান অংশ নেন।