হোম > রাজনীতি

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংগঠনটি জানিয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তারা বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছে। এ সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুয়েট প্রশাসনের প্রতি শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান। একই সঙ্গে তাঁরা ক্যাম্পাসে শিক্ষা ও মতপ্রকাশের সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক চর্চা এবং সহাবস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যে মব কালচারের ভয়াবহ পরিবেশ তৈরি করেছে, তা থেকে বেরিয়ে এসে সবার জন্য মতপ্রকাশ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকাঠামোর উন্নয়ন, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা এবং প্রত্যাশিত শিক্ষাব্যবস্থার সংস্কারের আহ্বানও জানায়।

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান