হোম > রাজনীতি

 ‘অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেরত দিয়েছে’ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের দেওয়া জলবায়ু ফান্ডের টাকা লুট করার অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ক্লাইমেট চেঞ্জের ওপরে একটা ফান্ড আছে ওয়ার্ল্ড ব্যাংকের। সে ফান্ড থেকে ওরা (সরকার) টাকাও পেয়েছে, গত ছয় বছর ধরে, ৭০০ কোটি টাকা। অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত দিয়েছে।’ 

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পরিবেশ দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বৈশ্বিক দুর্যোগ-ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বিএনপি। 

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তাঁদের সমস্ত কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। লুট করা ছাড়া আমি তাঁদের আর কোনো কাজে দেখতে পাই না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। জনগণের প্রতি তাঁদের কোনো দায়িত্বও নেই।’ 

বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের বিষয়ে প্রশ্ন রেখে ফখরুল বলেন, ‘এই প্রজেক্টগুলো কেন? আমরা বারবার করে বলছি যে, মানুষকে বাঁচানোর জন্য, যারা দিন আনে দিন খায়। প্রায় ছয় কোটি মানুষ এখন দরিদ্র হয়ে গেছে কোভিডের কারণে। তাঁদের বাঁচাতে হবে। সেদিকে কোন মনোযোগ নেই। হাজার হাজার কোটি টাকা তাঁরা মেগা প্রজেক্টে ব্যয় করছেন। মেগা প্রজেক্টে এবারও বরাদ্দ দিয়েছে ৭৫ হাজার কোটি টাকা, যেটা এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে দরকার মানুষকে বাঁচানো, মানুষকে সেবা দেওয়া।’ 

দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হতাশ হবেন না। আমাদের অনেকেই হতাশ। অনেকই হতাশার কথা বলি। হতাশার কথা বললে বাঁচার কোনো পথ থাকবে না। সংগ্রাম-লড়াই চিরন্তন। লড়াই করে করেই বেঁচে থাকতে হবে। এটা প্রকৃতির নিয়ম। সংগ্রাম করেই আমাদের এগোতে হবে।’ 
 
সারা দেশে নিম গাছ লাগাবে বিএনপি
দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নিম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলায় কমপক্ষে পাঁচ হাজার করে নিমের চাড়া লাগানো হবে। 

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার