দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভসহ আট দিনের নানা কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীসহ সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু হবে। ৩০ নভেম্বর বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। ৪ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের মৌন মিছিলের মধ্য দিয়ে এসব কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত এসব কর্মসূচি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে জানান বিএনপির মহাসচিব। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতেও পারে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, ২৮ নভেম্বর সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ, ১ ডিসেম্বর সারা দেশে ছাত্রদলের সমাবেশ, ২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, ৩ ডিসেম্বর সারা দেশে কৃষক দলের সমাবেশ।