হোম > রাজনীতি

খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে সরকার। বর্তমান সরকার জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বুঝতে পেরেছে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে বের হয়ে আসে, তখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। এই ভয়েই তাঁকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত পেশাজীবী সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এক মাস ধরে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করে যাচ্ছি। আমি স্পষ্ট করে বলতে চাই এটা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, জাতির মুক্তির আন্দোলন।’

ফখরুল বলেন, এরই মধ্যে জনগণ রাস্তায় বেরিয়ে এসেছে। সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে মিশে একটা দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করতে সরকারকে বাধ্য করব।

বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা সেলিম ভুইঞার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ইলিয়াস খান প্রমুখ। 

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার