হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়েছে। চট্টগ্রামের বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। আজ রোববার (২৫ মে) ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঈশ্বর যেন আমার মৃত্যু না দেয়।’

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগের নাটক সাজানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সচিবালয় যাইনি। এখন ছাত্ররা বিভিন্ন সময় সচিবালয় যাচ্ছে, বিভিন্ন দপ্তরে যাচ্ছে, এসপিদের হুমকি-ধমকি দিচ্ছে।’

এর আগে, গত বুধবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনে গিয়ে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ, এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই।’

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান