হোম > রাজনীতি

নয়াপল্টনে ইন্টারনেট সেবায় বিঘ্ন, বন্ধ রাখার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দুপুর ১২টার পর হঠাৎ করেই এই সেবা বন্ধ পাওয়া যায়। এতে সংবাদকর্মীরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে।

বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, তাঁরা লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভেরিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এদিকে নয়াপল্টন এলাকায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তাঁরা। অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও সম্ভব হচ্ছে না। কোনো নিউজ বা তথ্য পাঠানোর জন্য নয়াপল্টন থেকে দূরে গিয়ে পাঠাতে হচ্ছে। 

তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগেও এমন সমাবেশগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। 

এর আগে বিটিআরসি জানিয়েছিল, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা