হোম > রাজনীতি

নতুন ইসিকে জাসদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারকে স্বাগত ও শুভকামনা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া দিয়েছে দলটি।

বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার নবনিযুক্ত নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

নেতারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের গঠনের আইন অনুযায়ী অনুসন্ধান কমিটির মাধ্যমে সুপারিশকৃত দশজন উপযুক্ত ব্যক্তির মধ্য থেকে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন নির্বাচন কমিশনার দেশের সংবিধান ও আইনকে সমুন্নত এবং নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন। নির্বাচন কমিশনের ক্ষমতা এবং এখতিয়ার বলিষ্ঠভাবে প্রয়োগ করে আগামীতে মেয়াদকালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সাফল্য অর্জন করবেন। 

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আর তাঁর সঙ্গী হিসেবে থাকছেন—সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগীয় শহরে একযোগে অবরোধ ইনকিলাব মঞ্চের

জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না: সামান্তা শারমিন

খেলাপির তালিকায় নাম: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল করবেন মান্না

নির্বাচনী সমঝোতা: জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে টালমাটাল এনসিপি

দিনভর ব্যস্ততা, বিকেলে শ্বশুরবাড়িতে তারেক

ভোটের রাজনীতি: বড় দলে বিলীন ছোটরা

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

তারেক রহমানকে ‘কটূক্তি’ করা ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে বলল বিএনপি

জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ

আমি কোনো স্বপ্নের কথা বলিনি, বাস্তব পরিকল্পনার কথা বলেছি: তারেক রহমান