হোম > রাজনীতি

১০ তারিখ নয়াপল্টনেই সমাবেশ: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি—এমন ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করতে সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক?’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।

১০ ডিসেম্বরের সমাবেশের স্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই সমাবেশের এখন পর্যন্ত তারা স্থান দেননি। আমরা খুব পরিষ্কার করে বলছি, ১০ তারিখে নয়াপল্টনেই সমাবেশ করব। এর জন্য সরকারকে বলছি, যাঁরা দায়িত্বে আছেন তাঁদের বলছি, আমরা যাতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি, তার ব্যবস্থা করুন।’

বিএনপির চলমান কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সরকার নানা কৌশল নিচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘তারা পুরোনো কায়দায় সমাবেশ বানচালের চেষ্টা করছে। ঘটনা ‘ঘটাব আমরা, মামলা খাবে তোমরা’—এই নীতিতে সরকার বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে। তাদের উদ্দেশ্য, মামলার পেছনে নেতা-কর্মীরা দৌড়াতে থাকবে আর সেই সুযোগে তারা তাদের কাজ শেষ করবে।’ 

মির্জা ফখরুল আরও বলেন, আজকে শুধু ক্ষমতায় থাকার বাসনায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। জনগণের যে কষ্ট, ব্যথা-বেদনা, তাদের যে চাহিদা, চোখের ভাষা দেখতে পায় না, বুঝতেও পারে না। তারা এখন সিঙ্গাপুরের চটকদার আলোয় ঘোরে, কানাডার বেগমপাড়ায় নিরাপদ আশ্রয় খোঁজে। যে কারণে সাধারণ মানুষের চাল কিনতে না পারার বেদনা, শক্ত-সামর্থ্য যুবকের না খেতে পারার কষ্ট তারা বোঝে না। 

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত