বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতার যে কথা বলছে, তা অবাস্তব।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সরকারি দল ছাড়া সব বিরোধী দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
প্রশাসনের কর্তাব্যক্তিদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দায়িত্ব পালনে কিছুটা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান এবং হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করেন।
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৫২ বছরে দেশে চোর, ডাকাত ও দুর্নীতিবাজদের অনেক উন্নয়ন হয়েছে।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, আগামীর সব লড়াই-সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে থাকবে। এ সময় তিনি হাফেজ রেজাউল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৪ আগস্ট জেলা, মহানগরে বিক্ষোভ মিছিল এবং ৫ আগস্ট বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন প্রমুখ।