হোম > রাজনীতি

আওয়ামী লীগ লজ্জা বয়ে এনেছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্কিন ভিসা নীতির প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এটা আমাদের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ আমাদের জন্য এই লজ্জা বহন করে এনেছে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ টেনে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক করেন খন্দকার মোশাররফ হোসেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এই অবৈধ সরকার জনগণের সরকার নয়। তাদের কোনো অন্যায় আবদার মানার বাধ্যবাধকতা আপনাদের নেই। অতীতে যারা (র‍্যাব) এই সরকারের হুকুম মেনেছে, তাদেরকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা আর কোনো নিষেধাজ্ঞা চাই না।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকারের যারা অতি উৎসাহী, তারা যা করছেন, তাঁদের জন্য আমরা সবাইকে ঢালাওভাবে দায়ী করতে চাই না। যারা অতি উৎসাহী, তাঁদের বলব আপনারা সরকারের পক্ষ ত্যাগ করেন, জনগণের পক্ষে দাঁড়ান। আপনাদের কেউ কিছু বলবে না।’ 

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে সরকারকে হটানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই আমরা পুনরায় ঘোষণা করতে চাই—বিএনপিসহ গণতন্ত্রকামী কোনো দল, দেশের জনগণ তার অধীনে নির্বাচনে যাবে না। তাই আর বিলম্ব করার সুযোগ নেই। এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। তারা নিজ থেকে আপসে সরবে না, তাদের সরাতে হবে। তাদের সরাতে হলে গণ-অভ্যুত্থানের বিকল্প নাই। সে জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ 

খন্দকার মোশাররফ বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে আজ প্রত্যাখ্যান হয়েছেন। আজ সারা পৃথিবীতে সবাই জেনেছে—শেখ হাসিনার অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ ভালো করে জানে জনগণ দিনের বেলায় ভোট দিতে পারলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে রাজপথে লাখ লাখ যুবক নেমে এসেছে। এ যুবকদের পদভারে শেখ হাসিনা সরকার বানের জলের মতো ভেসে যাবে। আজ সারা পৃথিবীর মানুষ আপনাদের ভিসা দিচ্ছে না, পৃথিবীর কোনো সভ্য দেশ আপনাদের মতো চোর-বাটপারদের ভিসা দেবে না। গত ১৪ বছরে আপনাদের সব অপকর্মের বিচার হবে।’ 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা (সরকার) মাইনকার চিপায় পড়ে গেছেন, আপনাদের আর বাঁচার সুযোগ নেই।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের আকাশে আজ অস্বাভাবিক পরিস্থিতি, ঝড় আসছে, এই সরকার উড়ে যাবে। শেখ হাসিনাকে জেলখানায় যেতেই হবেই, কোনো রক্ষা নেই। শেখ হাসিনার সূর্য ডুবে গেছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। 

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশকে কেন্দ্র করে পুরো নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন