হোম > রাজনীতি

সাংবাদিক থাকতেই জেনেছি খালেদা জিয়ার জন্মদিন ৫ সেপ্টেম্বর: মোস্তফা জব্বার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার জন্মদিন ৫ সেপ্টেম্বর এই কথা স্পষ্ট করে বলেছেন তাঁর বাবা। সাংবাদিকতা করার সময় খালেদা জিয়ার বাবা ও মায়ের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ৷ তখন এসব কথা বলেছিলেন তাঁর বাবা এমন দাবি করেছেন মন্ত্রী। 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ নামে আয়োজিত কবিতার আসরে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। 

খালেদা জিয়ার বাবা চাইতেন না তিনি রাজনীতি করুক এবং জিয়াউর রহমান তাকে কিডন্যাপ করে বিয়ে করেছিলেন বলেও মন্তব্য করেছেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বাবা বলেছিলেন, কে কী বলে জানি না। আমার মেয়ের জন্মদিন ৫ সেপ্টেম্বর। ১৫ আগস্টের সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পর্কই নাই। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, জিয়াউর রহমান খালেদা জিয়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। কারণ, খালেদা জিয়া দেখতে খুব সুন্দর ছিল ৷ এটা কিন্তু স্বাভাবিক বিয়ে ছিল না। খালেদা জিয়ার বাবা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন, আমি চাই না এই মেয়ে রাজনীতি করুক। কারণ, এই মেয়ের মধ্যে রাজনীতির কোন গুণাবলি নেই।’ 

এই কবিতার আসরে ডিআরইউ সদস্যদের অন্তত ২১ জন সন্তান বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। আবৃত্তিতে অংশ নেওয়া প্রত্যেককেই একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার হিসেবে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এই ডিআরইউ সদস্য সন্তানদের প্রযুক্তি নির্ভর পড়াশোনার জন্য উৎসাহ দেন অভিভাবকদের প্রতি এবং এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বিনা মূল্যে প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করা প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে এসব শিশুদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানা-বোঝার তাগিদ দেন ৷ সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিও তোলেন। তিনি বলেন, ‘আহমদ শরিফ, আহমদ ছফা, সিরাজুল ইসলাম চৌধুরী, আলী রিয়াজসহ অনেক লেখক তাদের লেখায় বঙ্গবন্ধুর চরিত্র হরণ করেছে এবং মিথ্যাচার করেছেন। বঙ্গবন্ধু অনেক মিথ্যাচারের শিকার হয়েছে। পরবর্তীতে আমরা আবার আমাদের লেখায় এসবের প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধু হত্যার ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক। দেশ ও সারা বিশ্বের মানুষ জানুক বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ৷’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। সঞ্চালনায় ছিলেন ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শামরিম।

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের