হোম > রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।

এ্যানী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে প্রায় ১ হাজার বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘৫ আগস্ট সারা দেশের থানাগুলোতে হামলা ও অগ্নিসংযোগ করে যেসব অস্ত্র লুট করা হয়েছে, তা এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র ও আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সমাজে বিশৃঙ্খলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসর ও সঙ্গীরা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসর ও সাঙ্গপাঙ্গরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে।’

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘চুরি-ডাকাতি, হানাহানি ও মারামারি হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে থাকার কারণে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী দিনে নির্বাচনের সময় এগুলো দিয়ে কেন্দ্র দখল করার পাঁয়তারা করা হবে। কিন্তু সেটা কোনোভাবে আর করতে দেওয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

এ্যানীর মতে, জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুটিই খুব জরুরি। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারবে না। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদের উদ্ধার করতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে রয়েছি।’

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান