হোম > রাজনীতি

হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানাল জাপা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আনিসুল ইসলাম মাহমুদ ও ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি (আনিসুল)। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টি (জাপা) একাংশের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার এ নিন্দা জানান।

বিবৃতিতে এ নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে নেতারা বলেন, বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই খোদ রাজধানীর বুকে ওসমান হাদির মতো একজন পরিচিত মুখ এবং স্বতন্ত্র প্রার্থী নৃশংস হামলার শিকার হলো। এ ঘটনায় প্রমাণ হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, তা নিয়ে আশঙ্কা আরও বেড়ে গেল।

বিবৃতিতে নেতৃবৃন্দ, ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত: তারেক রহমান

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: শামসুজ্জামান দুদু

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে: ছাত্রশিবির

হাদির ওপর হামলা অশনিসংকেত: মির্জা ফখরুল

হাদির ওপর হামলায় কে কী বললেন

ফ্যাসিবাদের দোসরেরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে: গণতান্ত্রিক সংস্কার জোট

প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

হাদিকে গুলি গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরাসরি আঘাত: এনসিপি