হোম > রাজনীতি

জননেতা হিসেবে নন্দিত হয়েছেন বাবলু: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। 

আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। 

জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’ 

স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার। 

আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ