হোম > রাজনীতি

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজকের পত্রিকাকে জানান, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। 

এর আগে, শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাঁকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার