হোম > রাজনীতি

যাঁরা ভোটে যাবেন, হাতে-পায়ে রড বেঁধে যাবেন: শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেক, বরিশাল

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘গত নির্বাচনে চরমোনাইয়ের ইসলামী আন্দোলন, ইনু-মিনু চাঁদাবাজের দলেরা নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। এবার আমাদের ফাইনাল খেলা। এবার যাঁরা ভোটে যাবেন, হাতে-পায়ে রড বেঁধে যাবেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং বন্ধসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আজ শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে সমাবেশে বক্তব্য দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। 

কেন্দ্রীয় নেতারা বক্তব্যে বলেন, ‘বরিশাল সিটি নির্বাচনে কে জিতবে—এটা নিয়ে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নাই। দলের সাফ কথা বিএনপি নির্বাচনে যাবে না। যিনি যাবেন তিনি বিএনপি করেন না।’ সামান্য লোভ-লালসায় না পড়ে আগামী আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা শাখার যৌথ সভায় কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভা শুরুর আগে নগরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে আসে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও  বক্তব্য দেন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা আহ্বায়ক  আবুল হোসেন খান, উত্তর জেলা আহ্বায়ক  দেওয়ান মো. শহিদুল্লাহ প্রমুখ।

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি