হোম > রাজনীতি

আমাদের পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এর নেতা-কর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ‘বিনা শর্তে’ ক্ষমা চেয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে ‘প্রতিশোধের রাজনীতি’র অবসান ঘটাবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস ঘোষণা করে সর্বোচ্চ আদালতের রায়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলের শীর্ষ নেতারাসহ দুই শতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো আচরণে, কোনো পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসেবেও আমরা কেউ দাবি করি না ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী-সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

খেলাপি ঋণ ইস্যুতে কাল চেম্বার জজে যাচ্ছেন মান্না

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই ও আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল