হোম > রাজনীতি

চলতি মাসেই জবি ছাত্রদলের কমিটি

জবি প্রতিনিধি

চলতি মাসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা আসছে। এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাদের সঙ্গে আলোচনার জন্য ডেকেছে কেন্দ্রীয় কমিটি। 

এর আগে গত ১৫ অক্টোবর নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া কেন্দ্রীয় সংসদের অধীন আরও তিনটি বিশ্ববিদ্যালয় ও পাঁচটি কলেজ ইউনিটের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। 

আজ সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ডিসেম্বরে কমিটি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের আলোচনার জন্য ডেকেছি। তাঁদের সঙ্গে কমিটির বিষয়েও আলোচনা হবে। কারা কেন্দ্রে, কারা ইউনিভার্সিটিতে থাকবে সেটা নিয়েও সেখানে কথা হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করতে পারবো। 

প্রসঙ্গত, সর্বশেষ জবি শাখা ছাত্রদলের কমিটি হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। এতে রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। তারপর থেকে এ পর্যন্ত রফিক-বিপ্লবের কমিটি বহাল ছিল।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার