আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এক দফা ঘোষণা করার কথা বলছে। তারা মাঝেমধ্যে এক দফা ঘোষণা করে। কিন্তু শেখ হাসিনা সরকার এখনো টিকে আছে। তাদের এক দফার আন্দোলন বেলুনের মতো ফুটো হয়ে গেছে। এইবারও ফুটো হয়ে যাবে। কোনো দিন বাস্তবায়ন হবে না।’
আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলমান আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন হাছান মাহমুদ।