হোম > রাজনীতি

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে: সালাহউদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ হাসিনার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার রায় ঘোষণার পর সংবাদমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শেখ হাসিনার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় অপশাসন চালিয়ে যাক না কেন, যত দীর্ঘ সময় রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করুক না কেন, একদিন না একদিন তার নির্মম পতন হবেই। একদিন না একদিন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা দিয়েছে যে, রাষ্ট্রে যাতে আর কোনো দিন কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্রে আর কোনো দিন ফ্যাসিস্টের উৎপাদন না হয়। রাষ্ট্রে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কেউ পাঁয়তারা না করে, কেউ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ না পায়, সে জন্য এই রায় একটি শিক্ষা বলে আমি মনে করি।’

শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপির রায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, এই সাজা যথেষ্ট না। তবে আইনে এর ওপরে সাজা নেই।’

রায় নিয়ে সালাহউদ্দিন আরও বলেন, ‘আমি বলতে চাই, ফ্যাসিস্ট স্বৈরাচার, দুর্নীতিবাজ শাসক, কোনো নিপীড়ক-নির্যাতক শাসক, গুম-খুনের রাজত্ব যারাই প্রতিষ্ঠা করুক না কেন, ইতিহাস সাক্ষ্য দেয় তাদের পতন নির্মম প্রক্রিয়ায় হয়েছে এবং তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।’

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্টান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার যে ব্যাখ্যা দিলেন নাহিদ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নপত্রে তারেক রহমানের সই

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, মনোনয়নপত্র নিলেন ঢাকা-৮ আসনের

৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে জামায়াত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী

আসনের বিনিময়ে এনসিপির কিছু মানুষ মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো: সামান্তা শারমিন

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা

এনসিপিসহ ১০ দলের জোট ঘোষণা করলেন জামায়াতের আমির