হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার নিন্দা জানাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। 

বিবৃতিতে এ টি এম মা’ছুম বলেন, একজন মেয়র প্রার্থীর ওপর হামলার এ ঘটনাই প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে একজন মেয়র প্রার্থী পুলিশের সামনে গিয়ে হাউমাউ করে কাঁদছে, সেখানে ভোটারদের জানমালের নিরাপত্তা কোথায়? এ অবস্থার কারণেই বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।’ 

বিবৃতিতে অবিলম্বে ফয়জুল করীমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এ টি এম মা’ছুম।

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিল এনসিপি

ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

একটি দলের শীর্ষ নেতার অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল পক্ষপাতমূলক আচরণ: জামায়াত

ইসির আচরণ প্রশ্নবিদ্ধ, কিছু কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন: মির্জা ফখরুল