হোম > রাজনীতি

সাইবার মনিটরিং টিম করল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি কার্যক্রম, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে করা গুজব এবং অপপ্রচার পর্যবেক্ষণ করতে সাইবার মনিটরিং টিম গঠন করেছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই কমিটি তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের প্রশিক্ষণ কার্যক্রম ঠিক করা, দল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব চলছে কি না, সেটার মনিটরিং করবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরার কাজ করবেন তাঁরা। 
 
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির উদ্যোগে দলের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহযোগিতায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কর্মশালা করছে নিয়মিতই, যেখানে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দলের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন আগামী দিনে কোনো প্রকার গুজব অপপ্রচারের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করবেন তাঁরা। এর জন্য ১ লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্ল্যাটফর্মও তৈরি করছে দলটি। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০ হাজার মাস্টার ট্রেনার তৈরি করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি। এ জন্য সারা দেশে শতাধিক কর্মশালাও করা হয়েছে। 

এবার অনলাইন কার্যক্রম সমন্বয় করার জন্য ২২ সদস্যের একটি মনিটরিং টিম করছে বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি। কমিটির সদস্য সুফি ফারুক ইবনে আবু বকরকে আহ্বায়ক ও তন্ময় আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।

মনিটরিং টিম-সংক্রান্ত অফিস স্মারকে এই কমিটির কার্যপরিধি সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। মনিটরিং টিম বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সক্রিয় অনলাইন কর্মীদের সঙ্গে অনলাইন কার্যক্রম সমন্বয় করবে। অনলাইনে দলীয় কার্যক্রম মনিটর করবে এবং প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে। ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজনে সিআরআইকে সহযোগিতা করবে। ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন কর্মীদের ডেটাবেইস প্রস্তুত করবে।

অনলাইনে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, গুজব ও অপপ্রচার নির্ভর কার্যক্রম মনিটরিং করবে ও নিয়মিতভাবে দলীয় ফোরামে রিপোর্ট উপস্থাপন করবে। এ ছাড়া তাঁরা প্রযুক্তিনির্ভর যেকোনো কার্যক্রমে দলকে সহযোগিতা করবে।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’