হোম > রাজনীতি

অচিরেই সরকার পতনের আন্দোলনে মাঠে নামবে বিএনপি: ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেতা-কর্মীদের কষ্ট হলেও সরকার পতনের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। 

জয়নুল আবদিন ফারুক, ‘জানি, কষ্ট হচ্ছে নেতা-কর্মীদের। তারপরও আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। অচিরেই কর্মসূচি আসবে, অচিরেই সরকার পতন আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে।’ 

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে ‘বাজার সিন্ডিকেট’ সক্রিয় রাখার অভিযোগ আনেন ফারুক। তিনি বলেন, ‘হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ। দাপট দিয়ে কথা বলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করব, আর ভেতর দিয়া সিন্ডিকেট তৈরি করে।’ 

সিন্ডিকেটের টাকার ভাগ ক্ষমতাসীনেরাও পায় অভিযোগ করে তিনি বলেন, সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া-কানাডা-ব্যাংকক-সিঙ্গাপুরে বাসা বানাবেন, বাড়ি বানাবেন, ব্যবসা করবেন আর বাংলাদেশের গরিব মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, এক কেজি দূরে থাক, এক ছটাক মাংস কিনে খেতে পারে না। তারা (সরকার) আবার দাপট নিয়ে কথা বলে। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্বাধীনতা অধিকার আন্দোলন নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনীরুজ্জামান মুনির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

গুলশানে নির্বাচনী কার্যালয় খুলল বিএনপি

বিএনপির কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার, তারেক রহমানের সঙ্গে বৈঠক

সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহুল আমিন হাওলাদার