সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।’ ষড়যন্ত্রের অভিযোগ সত্যি হলেও সেটাকে ন্যায়সংগতই মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাকটিভিস্টদের স্মরণে ‘সহযোদ্ধা সহমর্মী জাতীয়তাবাদী অনলাইন অ্যাকটিভিস্ট’-এর ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘আজকে এই সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে যদি ষড়যন্ত্র হয়েও থাকে, এই ষড়যন্ত্রকে ন্যায়সংগত বলে মনে করি। কারণ সবকিছু মিলিয়ে আপনাদের (সরকার) ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের ক্ষমতা ছাড়ার মধ্য দিয়ে মানুষ বুক ভরে নিশ্বাস নিতে পারবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘সমস্ত লজ্জার আবরণ এই সরকার হারিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আর কত প্রতারিত হবে, আর কত নিঃস্ব হবে? আপনি ২০২২ সাল বলেছেন উন্নয়নের মাইলফলক। আর গণতন্ত্রের কী হবে? কথা বলার স্বাধীনতার কী হবে? এটা যে গুমের মাইলফলক, বন্দুকযুদ্ধের মাইলফলক হবে, তা বলা খুব মুশকিল।’
রিজভী বলেন, ‘আমরা এমন এক সমাজে বাস করি, যখন ডানে-বামে সব সময় তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কি না। এক প্রচণ্ড ভয় ও শঙ্কার মধ্যে আমাদের দিন-রাত অতিবাহিত হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।