হোম > রাজনীতি

জনগণের সমর্থনে অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসবে বিএনপি: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনগণের সমর্থন নিয়ে অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই। অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারো রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।’ 

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। যদি বিগত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, তাহলে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকত আমাদের দল বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। বাংলাদেশে বর্তমানে কী রাজনীতি চলছে, এটা সবাই জানে। এখানে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতাই তো আজকে হারিয়ে যেতে বসেছে। আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি।’ 

তিনি বলেন, ‘কারা স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানেন। আজ হোক আর কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগন আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।’

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিল এনসিপি

ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

একটি দলের শীর্ষ নেতার অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল পক্ষপাতমূলক আচরণ: জামায়াত

ইসির আচরণ প্রশ্নবিদ্ধ, কিছু কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন: মির্জা ফখরুল