হোম > রাজনীতি

শেখ হাসিনার আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে। কারণ, সে সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নির্বাচন করেছিলেন এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন। আজ সোমবার (২৬ মে) চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ড চত্বরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে লক্ষকোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা চাই, এই সরকার পাচার হওয়া সব টাকা পুনরুদ্ধার করুক এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করুক।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রের যে প্রতিষ্ঠান ও বাহিনীগুলো রয়েছে, সেগুলো জনগণের হোক। রাষ্ট্রের বাহিনীর হাতে আমার, আপনার সন্তান মৃত্যুবরণ করুক, আমরা তা চাই না। আমরা চাই বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে না আসুক।’

পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ, ফটিকছড়ি উপজেলার সংগঠক মোহাম্মদ একরামুল হক প্রমুখ।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা