সংকট, সংগ্রাম ও মানবিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সব সময় যুবলীগ আছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ মানুষের সেবা করে যাচ্ছে।
সোমবার উত্তরার নবাব হাবিবউল্যাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত এক হাজার অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহাসংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও আন্তরিকতায় বাংলাদেশের মানুষ এখন বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা গ্রহণ করছে। মানুষ বাঁচাতে বিনা মূল্যে টিকা দিচ্ছে সরকার। এখন পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার। করোনার এই আঁধার দূর করতে টিকা নেওয়ার বিকল্প নেই।
নিখিল বলেন, করোনা সংকটে বিএনপি কোথাও একমুঠো চাল দেয়নি। একজন মানুষেরও পাশে দাঁড়ায়নি। শুধু সরকারের সমালোচনায় নিয়োজিত, এটা তাঁদের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।