ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তারেক রহমান ও জাইমা রহমানকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তাঁদের এই অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে কমিশন।
এর আগে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ও জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রবাসী শাখায় সশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করেন। সেখানে তাঁদের আঙুলের ছাপ, চোখের আইরিশ ও ছবি সংগ্রহ করা হয়।
তাঁরা রাজধানীর গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এই এলাকা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে দেশের যেকোনো এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান বিদেশে থাকায় ভোটার হতে পারেননি।
এদিকে তারেক রহমান আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ এবং পৈতৃক আসন বগুড়া-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ বিকেলে তিনি এ দুই আসনের জন্য মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।