হোম > রাজনীতি

সরকার জনগণকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের বিচার বিভাগকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এভাবে দেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে। 

আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এমন সময় আমরা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, যখন সারা দেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। যখন আমাদের বুকের ওপর একটা বেআইনি, জোর-জবরদখলকারী সরকার, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতা দখল করার পরে তারা একে একে গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।’ 

সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে নিয়ন্ত্রণের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘সবার আগে তারা (সরকার) হাত দিয়েছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, প্রয়োজনের সময়, যখন নির্যাতিত হবে, তখন যেন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা আশ্রয় পায়। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে, নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে বেশির ভাগ রায়, বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়, সবগুলো রায়ই হচ্ছে একেবারেই জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের লিভ টু আপিল খারিজ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘তিনি (জোবাইদা রহমান) রাজনীতির সঙ্গে সরাসরি কখনোই জড়িত হননি। তাঁর বিরুদ্ধেও একটি মিথ্যা মামলা দুদক দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি এটা বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’ 

দলের চেয়ারপারসন সরকারের রোষানলের শিকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন এই ইফতার মাহফিলে আছি, তখন বারবার যে কথাটি আমাদের মনে পড়ছে আজ থেকে বছর তিনেক আগে প্রত্যেকটি ইফতারে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে, রোষানলে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে। আজকে তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে।’

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা