হোম > ছবি

ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কিছু মুহূর্ত

ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৩৬ রান। পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে গত রাতে ৬.৮ রানরেটে ব্যাটিং করলেই হয়ে যেত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা করতে পারেনি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ১২৪ রান। ১১ রানে জিতে পাকিস্তান উঠে গেছে ফাইনালে। দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।

দুবাইয়ে গতকাল অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। ছবি: এএফপি
প্রথমে ব্যাটিং পেয়ে পাকিস্তান রীতিমতো হাঁসফাঁস করতে থাকে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯.১ ওভারে ৫ উইকেটে ৪৯ রানে পরিণত হয় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ। ছবি: এএফপি
দুবাইয়ের গ্যালারিতে গতকাল বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের একেকটা উইকেট পতন, বাংলাদেশের ইনিংসে একেকটা চার-ছক্কায় প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন। যদিও ১১ রানে হেরে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ছবি: এএফপি
সাত নম্বরে নেমে শাহিন শাহ আফ্রিদি ১৩ বলে ২ ছক্কায় করেন ১৯ রান। বোলিংয়ে ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী—বাংলাদেশের এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন শাহিন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শাহিন। ছবি: এএফপি
টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেছেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু গতকাল পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে কিছুই করতে পারেননি তাঁরা। এমনকি রান আউট থেকে একদফা বেঁচেও যান তাঁরা। সাইফ ও হৃদয় ১৮ ও ৫ রান করে আউট হয়েছেন। ছবি: এএফপি
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানে আটকে যায় বাংলাদেশ। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের উদযাপন ছিল এমনই। ছবি: এএফপি

দিনের ছবি (০৭ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৬ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৪ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০৩ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০২ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (০১ ডিসেম্বর, ২০২৫)

দিনের ছবি (৩০ নভেম্বর, ২০২৫)

বাউত উৎসব

দিনের ছবি (২৯ নভেম্বর, ২০২৫)

দিনের ছবি (২৮ নভেম্বর, ২০২৫)