ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৩৬ রান। পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে গত রাতে ৬.৮ রানরেটে ব্যাটিং করলেই হয়ে যেত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা করতে পারেনি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ১২৪ রান। ১১ রানে জিতে পাকিস্তান উঠে গেছে ফাইনালে। দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচের কিছু মুহূর্ত।