মাছের শুটকি অনেক দেশেই খাবার হিসেবে জনপ্রিয়। অনেক দেশ এটি রপ্তানিও করে থাকে। ছবিতে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের লিয়ানউইউঙ্গাং-এ এক নারীকে মাছ শুকাতে এবং লবণ মাখাতে দেখা যাচ্ছে। ছবি: এসটিআর/এএফপি।
আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে প্রায় ৭১২ জন মারা গেছেন। ছবিতে বন্যা বিপর্যস্ত একটি গ্রামের চিত্র দেখা যাচ্ছে। যেখানে একজন গ্রামবাসী কাঠের গুঁড়ির স্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবিটি প্রদেশের সেন্ট্রাল তাপানুলি এলাকার টুকা গ্রাম থেকে তোলা। ছবি: ওয়াইটি হারিওনো/এএফপি।
দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। সকালের কুয়াশা ও দূষিত বায়ু মিলে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই চলছে জীবনযাত্রা। এক সকালে সড়কের পাশে কবুতর উড়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে প্রার্থনা করতে দেখা যায়। ছবি: মানান ভাটসায়ানা/এএফপি।
বায়ুদূষণে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত পাকিস্তানের লাহোর। এরই মধ্যে শীতও চলে এসেছে। শীতের কুয়াশা ও বায়ুদূষণে ধুলাবালি থেকে সৃষ্ট ধোঁয়াশা দেখা যাচ্ছে ছবিটিতে। এই ধোঁয়াশার মধ্যেই স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা। ছবি: আরিফ আলী/এএফপি।